
প্লীজ,সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।।
প্রেমিকা!
মৃত্যুঞ্জয় রায়
কবিতা!! তুমি প্রেমিকার উষ্ণ মনের চুম্বন কবিতা!! তুমি হৃদয় ভাঙ্গা কলের গান!
তুমি প্রেমের জ্বালায় অস্থির
প্রেমিকার স্বাদ-আহ্লাদ, প্রেমিকা!! তুমি অন্ধ প্রেমের নির্লিপ্ত হাহাকার প্রেমিকা!! তুমি প্রেমিকের সুরে শত কবির,
তুমি চিন্তা জগতের বিচরিত ভালোবাসা অবাধ!!
কবিতার ঝংকার।।
প্রেমিকা!! তুমি দারুণ ছলে মুগ্ধ রসে
করেছো মন হরণ প্রেমিকা!!
তোমার শুরুর প্রেমের সেই রসবোধ
খুঁজে পাওয়া যায় না এখন।
প্রেমিকা!! দিনে-দিনে কেন পাল্টে যায় তব আচরণ? প্রেমিকারা
আজ ভুলে গেছে,
ভালোবাসা হয় আমরণ।
ভালোবাসার কবিতাবাংলা কবিতারোমান্টিক কবিতা
0 Comments