গাড়ি নির্মাণ শিল্পে ব্যাপক বাজিমাতের সুযোগ বাংলাদেশের সামনে !! Bangladesh Motorcar Industry |

গাড়ি নির্মাণ শিল্পে ব্যাপক বাজিমাতের সুযোগ বাংলাদেশের সামনে !! Bangladesh Motorcar Industry |

বাংলাদেশে মোটরযান শিল্পের অপার সম্ভাবনা। যদিও বাংলাদেশে সচ্ছল মধ্যবিত্তের সংখ্যা এবং তাদের ক্রয়ক্ষমতা দ্রুত বাড়ছে, তবুও ভারত ও থাইল্যান্ডের তুলনায় দেশে ব্যক্তিগত গাড়ির চাহিদা এখনও অনেক কম। গবেষণা প্রতিষ্ঠান লাইটক্যাসেল পরিচালিত এক সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের মোটরযান শিল্পের আকার, বিশেষ করে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশ পিছিয়ে আছে। বাংলাদেশে প্রতি ১ হাজার মানুষের বিপরীতে ২ দশমিক ৫টি গাড়ি রয়েছে।

গাড়ি নির্মাণ শিল্পে ব্যাপক বাজিমাতের সুযোগ বাংলাদেশের সামনে !! Bangladesh Motorcar Industry |

তবে গত কয়েক বছরে গাড়ির বাজারের আকার বেড়েছে এবং বর্তমানে এর মূল্যমান প্রায় ১০০ কোটি ডলার।তবে এই খাতের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ব্যক্তিগত গাড়ির বাজারের আকার ৫ হাজার কোটি টাকার বেশি নয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে মাত্র ২০ হাজার ৯৩টি ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়েছে, যেটি আকারের দিক দিয়ে মোটরযান শিল্পের মাত্র ৫ দশমিক ৩ শতাংশের সমান।

গাড়ি নির্মাণ শিল্পে ব্যাপক বাজিমাতের সুযোগ বাংলাদেশের সামনে !! Bangladesh Motorcar Industry |


ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজের কপিরাইট AOW News সংরক্ষণ করে। ভিডিওটি অন্যকোথাও অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

--------------------------------------
Music Credit Goes To Jacson Shaw
Artist http://audionautix.com/


For more trustworthy and enriched news Please SUBSCRIBE “AOW News” - https://www.youtube.com/c/aownews

© AOW News Rights Reserved 2017-21.

india bangladesh newsaow newsbangla news

Post a Comment

0 Comments